Column-1 (Date_ID):
- বছরের যে কোয়ার্টারের তথ্য সন্নিবেশিত হবে সে কোয়ার্টারের শেষ তারিখ অনুরূপ ফরমেটে ৩১-গঅজ-১৯, ৩০-ঔটঘ-১৯, ৩০-ঝঊচ-১৯, ৩১-উঊঈ-১৯ আকারে লিখতে হবে।
Column-2 (FI_ID):
- আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের জন্য বরাদ্দকৃত কোড ১১১
Column-3 (Branch_Code):
- বাংলাদেশ ব্যাংক থেকে প্রদত্ত প্রতিটি শাখার জন্য নির্ধারিত শাখা কোড বসাতে হবে। তবে শাখা কোডের পূর্বে ব্যাংকের জন্য নির্ধারিত কোড বসাতে হবে। উদাহরণ:- ধরা যাক, সাভার শাখার জন্য বরাদ্ধকৃত শাখা কোড ০১০৩। সেক্ষেত্রে Column-3 তে Branch Code এর ঘরে লিখতে হবে ১১১০১০৩। স্মরণ রাখতে হবে Branch Code হবে ০৭ ডিজিটের।
Column-4 (Account_Number):
- ইউনিক কোড ব্যবহারের মাধ্যমে ১৫ ডিজিটের এ্যাকাউন্ট নম্বর তৈরী করতে হবে।
ক্রঃ নং |
আমানতের খাত |
ইউনিক নম্বর (কোড) |
০১ |
চলতি আমানত |
০১ |
০২ |
গ্রুপ সঞ্চয়ী আমানত |
০২ |
০৩ |
সঞ্চয়ী আমানত |
০৩ |
০৪ |
স্বল্প মেয়াদী আমানত |
০৪ |
০৫ |
মেয়াদী আমানত |
০৫ |
০৬ |
বিশেষ ডিপোজিট পেনশন স্কীম |
০৬ |
০৭ |
ক্ষুদ্র সঞ্চয়ী কর্মসূচী |
০৭ |
০৮ |
আমানত দ্বিগুন বৃদ্ধি প্রকল্প |
০৮ |
০৯ |
হজ্জ সহায়ক আমানত স্কীম |
০৯ |
১০ |
লাখপতি ডিপোজিট স্কীম |
১০ |
১১ |
প্রবাস আমানত |
১১ |
১২ |
নারী আমানত |
১২ |
ধরা যাক আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, শ্রীনগর শাখা, মুন্সিগঞ্জ এ কোন একজন আমানত ধারীর সঞ্চয়ী হিসাব নং-৬২ এর ক্ষেত্রে NBFI-2 এ Account Number (Coloum-4) এ লিখতে হবে-
সর্ব প্রথমে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে |
AC |
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক |
111 |
শ্রীনগর শাখা |
0124 |
সঞ্চয়ী হিসাবের ইউনিক কোড |
03 |
সঞ্চয়ী হিসাব নম্বর |
0062 |
Column-5 (Gender Code):
- আমানতধারী পুরুষ হলে জেন্ডার কোড হবে ১০০১
- মহিলা হলে জেন্ডার কোড হবে ১০০২
- কোন আমানতধারী যদি তৃতীয় লিঙ্গের হয় সেক্ষেত্রে জেন্ডার কোড হবে ১০০৩
- কোন প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠানের নামে কোন শাখায় আমানত রাখে সেক্ষেত্রে ঐ প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টর এর মাধ্যমে Gender Code নির্ধারণ করতে হবে।
- বোর্ড অব ডিরেক্টর এর মধ্যে যদি পুরুষ বেশি থাকে তাহলে জেন্ডার কোড হবে ১০০১।
- আর যদি মহিলা বেশি থাকে তাহলে জেন্ডার কোড হবে ১০০২
- পুরুষ ও মহিলা যদি সমান সমান থাকে তাহলে জেন্ডার কোড উভয়টির যে কোন একটি দিলেই চলবে।
Column-6 (Sector Code):
- আমানতধারী কোন পেশার সাথে যুক্ত তার উপর নির্ভর করবে ঐ আমানতধারীর Sector Code কি হবে।
Column-7 (SME/ Non-SME Code/ Industrial Scale):
- একজন আমানত ধারীর Sector Code যা হবে তার উপর নির্ভর করবে SME/ Non-SME Code/ Industrial Scale কি হবে। অর্থাৎ Column-7 এ কি বসবে তা Column-6 এর উপর নির্ভরশীল।
Column-8 (Product Type Code):
- প্রতি ক্যাটাগরির আমানতের জন্য পৃথক পৃথক কোড নির্ধারণ করা আছে। অর্থাৎ যে আমানতের জন্য যে কোড প্রযোজ্য সেটি Product Code হিসেবে উল্লেখ করতে হবে।
Column-8 |
|
Product Type |
Code |
১. চলতি আমানত |
10301 |
২. গ্রুপ সঞ্চয়ী আমানত |
11703 |
৩. সঞ্চয়ী আমানত |
10500 |
৪. স্বল্প মেয়াদী আমানত |
50228 |
৫. মেয়াদী আমানত |
|
ক) ৩ মাস বা তদুর্দ্ধ তবে ৬মাসের কম |
11401 |
খ) ৬ মাস বা তদুর্দ্ধ তবে ১ বছরের কম |
11402 |
গ) ১ বছর বা তদুর্দ্ধ |
11403 |
৬. বিশেষ ডিপোজিট পেনশন স্কীম (SDPS) |
11703 |
৭. ক্ষুদ্র সঞ্চয়ী কর্মসূচী |
11703 |
৮. আমানত দ্বিগুন বৃদ্ধি প্রকল্প |
11405 |
৯. হজ্জ সহায়ক আমানত স্কীম |
11900 |
১০. লাখপতি ডিপোজিট স্কীম |
11703 |
১১. প্রবাস আমানত |
11703 |
১২. নারী আমানত |
11703 |
Column-9 (Interest/Profit Rate):
- সুদকে ১০০ দিয়ে ভাগ করে অর্থাৎ সুদের হার ৭% হলে ৭ ⁄ ১০০=০.০৭, ৯.৫% হলে ৯.৫ ⁄ ১০০=০.০৯৫ এবং সুদের হার যদি ১২.৫০% হয় তবে ১২.৫০ ⁄ ১০০=০.১২৫ লিখতে হবে।
Column-10 (Amount):
- প্রতিটি হিসাবধারীর যে কোয়ার্টারের হিসাব লিপিবদ্ধ করা হবে সেই কোয়ার্টারের শেষ দিনের স্থিতির পরিমান উল্লেখ করতে হবে।