GUIDELINES TO FILL IN THE NBFI RETURNS- 2 & 3
About Lesson

Column-1 (Date_ID):

  • বছরের যে কোয়ার্টারের তথ্য সন্নিবেশিত হবে সে কোয়ার্টারের শেষ তারিখ অনুরূপ ফরমেটে ৩১-গঅজ-১৯, ৩০-ঔটঘ-১৯, ৩০-ঝঊচ-১৯, ৩১-উঊঈ-১৯ আকারে লিখতে হবে।

Column-2 (FI_ID):

  • আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের জন্য বরাদ্দকৃত কোড ১১১

Column-3 (Branch_Code):

  • বাংলাদেশ ব্যাংক থেকে প্রদত্ত প্রতিটি শাখার জন্য নির্ধারিত শাখা কোড বসাতে হবে। তবে শাখা কোডের পূর্বে ব্যাংকের জন্য নির্ধারিত কোড বসাতে হবে। উদাহরণ:- ধরা যাক, সাভার শাখার জন্য বরাদ্ধকৃত শাখা কোড ০১০৩। সেক্ষেত্রে Column-3 তে Branch Code এর ঘরে লিখতে হবে ১১১০১০৩। স্মরণ রাখতে হবে Branch Code হবে ০৭ ডিজিটের।

Column-4 (Account_Number):

  • ইউনিক কোড ব্যবহারের মাধ্যমে ১৫ ডিজিটের এ্যাকাউন্ট নম্বর তৈরী করতে হবে।

ক্রঃ নং

আমানতের খাত

ইউনিক নম্বর (কোড)

০১

চলতি আমানত

০১

০২

গ্রুপ সঞ্চয়ী আমানত

০২

০৩

সঞ্চয়ী আমানত

০৩

০৪

স্বল্প মেয়াদী আমানত

০৪

০৫

মেয়াদী আমানত

০৫

০৬

বিশেষ ডিপোজিট পেনশন স্কীম

০৬

০৭

ক্ষুদ্র সঞ্চয়ী কর্মসূচী

০৭

০৮

আমানত দ্বিগুন বৃদ্ধি প্রকল্প

০৮

০৯

হজ্জ সহায়ক আমানত স্কীম

০৯

১০

লাখপতি ডিপোজিট স্কীম

১০

১১

প্রবাস আমানত

১১

১২

নারী আমানত

১২

ধরা যাক আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, শ্রীনগর শাখা, মুন্সিগঞ্জ এ কোন একজন আমানত ধারীর সঞ্চয়ী হিসাব নং-৬২ এর ক্ষেত্রে NBFI-2 এ Account Number (Coloum-4) এ লিখতে হবে-

সর্ব প্রথমে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে

AC

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

111

শ্রীনগর শাখা

0124

সঞ্চয়ী হিসাবের ইউনিক কোড

03

সঞ্চয়ী হিসাব নম্বর

0062

Column-5 (Gender Code):

  • আমানতধারী পুরুষ হলে জেন্ডার কোড হবে ১০০১
  • মহিলা হলে জেন্ডার কোড হবে ১০০২
  • কোন আমানতধারী যদি তৃতীয় লিঙ্গের হয় সেক্ষেত্রে জেন্ডার কোড হবে ১০০৩
  • কোন প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠানের নামে কোন শাখায় আমানত রাখে সেক্ষেত্রে ঐ প্রতিষ্ঠানের বোর্ড অব ডিরেক্টর এর মাধ্যমে Gender Code নির্ধারণ করতে হবে।
  • বোর্ড অব ডিরেক্টর এর মধ্যে যদি পুরুষ বেশি থাকে তাহলে জেন্ডার কোড হবে ১০০১।
  • আর যদি মহিলা বেশি থাকে তাহলে জেন্ডার কোড হবে ১০০২
  • পুরুষ ও মহিলা যদি সমান সমান থাকে তাহলে জেন্ডার কোড উভয়টির যে কোন একটি দিলেই চলবে।

Column-6 (Sector Code):

  • আমানতধারী কোন পেশার সাথে যুক্ত তার উপর নির্ভর করবে ঐ আমানতধারীর Sector Code কি হবে।

Column-7 (SME/ Non-SME Code/ Industrial Scale):

  • একজন আমানত ধারীর Sector Code যা হবে তার উপর নির্ভর করবে SME/ Non-SME Code/ Industrial Scale কি হবে। অর্থাৎ Column-7 এ কি বসবে তা Column-6 এর উপর নির্ভরশীল।

Column-8 (Product Type Code):

  • প্রতি ক্যাটাগরির আমানতের জন্য পৃথক পৃথক কোড নির্ধারণ করা আছে। অর্থাৎ যে আমানতের জন্য যে কোড প্রযোজ্য সেটি Product Code হিসেবে উল্লেখ করতে হবে।

Column-8

Product Type

Code

১. চলতি আমানত

10301

. গ্রুপ সঞ্চয়ী আমানত

11703

৩. সঞ্চয়ী আমানত

10500

৪. স্বল্প মেয়াদী আমানত

50228

৫. মেয়াদী আমানত

 

ক) ৩ মাস বা তদুর্দ্ধ তবে ৬মাসের কম

11401

খ) ৬ মাস বা তদুর্দ্ধ তবে

বছরের কম

11402

গ) ১ বছর বা তদুর্দ্ধ

11403

৬. বিশেষ ডিপোজিট পেনশন স্কীম (SDPS)

11703

৭. ক্ষুদ্র সঞ্চয়ী কর্মসূচী

11703

৮. আমানত দ্বিগুন বৃদ্ধি প্রকল্প

11405

৯. হজ্জ সহায়ক আমানত স্কীম

11900

১০. লাখপতি ডিপোজিট স্কীম

11703

১১. প্রবাস আমানত

11703

১২. নারী আমানত

11703

Column-9 (Interest/Profit Rate):

  • সুদকে ১০০ দিয়ে ভাগ করে অর্থাৎ সুদের হার ৭% হলে ৭ ⁄ ১০০=০.০৭, ৯.৫% হলে ৯.৫ ⁄  ১০০=০.০৯৫ এবং সুদের হার যদি ১২.৫০% হয় তবে ১২.৫০ ⁄  ১০০=০.১২৫ লিখতে হবে।

Column-10 (Amount):

  • প্রতিটি হিসাবধারীর যে কোয়ার্টারের হিসাব লিপিবদ্ধ করা হবে সেই কোয়ার্টারের শেষ দিনের স্থিতির পরিমান উল্লেখ করতে হবে।
Exercise Files
NBFI Training-2.pptx
Size: 192.68 KB
NBFI-2 New Format.xlsx
Size: 136.07 KB
0% Complete